আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন পদাধিকারবলে পুত্র হান্টার বাইডেনকে রাষ্ট্রীয় অনুকম্পা প্রদর্শন করেছেন। রাষ্ট্রের শীর্ষ পদে থেকে পরিবারের কোনও সদস্যের দণ্ড মওকুফের সিদ্ধান্ত অবশ্য আমেরিকায় এটাই প্রথম নয়। তবে বিরোধী-সরকারি উভয় দলের পক্ষ থেকে প্রবল সমালোচনা হয়েছে দ্রুতই বিদায় নিতে চলা আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে।

গত নভেম্বরে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। বর্তমান প্রেসিডেন্ট ডেমোক্র্যাটিক পার্টির জো বাইডেনের ক্ষমতার মেয়াদ প্রায় শেষের পথে। জানুয়ারিতে ট্রাম্পের শপথ নেওয়ার কথা। মেয়াদের এই শেষ সময়ে জো বাইডেন প্রেসিডেন্টের ক্ষমতাবলে অভিযুক্ত পুত্র হান্টার বাইডেনকে শর্তহীন ক্ষমা প্রদর্শন করেছেন। মাদক ব্যবহারকারী হওয়ার তথ্য গোপন করে আগ্নেয়াস্ত্র কেনার দায়ে গত জুন মাসে হান্টার বাইডেনকে অভিযুক্ত করেছিল একটি আদালত। গত সেপ্টেম্বর মাসে তিনি আবারও দোষী সাব্যস্ত হন কর ফাঁকির মামলায়।
বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত জুন মাসে জো বাইডেন এ সংক্রান্ত প্রশ্নের জবাবে রাষ্ট্রীয় ক্ষমা প্রদর্শন না করার পক্ষে মত দিয়েছিলেন। রিপাবলিকান পার্টির সদস্য জেমস কমার সে কথার সূত্র ধরে জো বাইডেনকে ‘মিথ্যাবাদী’ বলেছেন। সিনেটর জন বুরাসো সমালোচনায় বলেছেন, এই ধরণের ঘটনা থেকে আসলেই মনে করার কারণ আছে যে আমেরিকায় আইন ক্ষমতাবানদের জন্য অন্যভাবে কাজ করে ।
কিন্তু ২০০৯-২০১৫ মেয়াদে আমেরিকার অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বিষয়টি অন্যভাবে দেখেছেন। হান্টারের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে রাজনৈতিক পক্ষপাত আছে বলে মনে করেন তিনি। তার ভাষ্য, অভিযুক্তের নাম যদি ‘জন স্মিথ’ হতো তাহলে তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হতো না।
হান্টার বাইডেনের বলেছেন, তার জীবনে যে ভুলগুলো হয়ে গিয়েছে সেগুলো তার পরিবারকে জনসমক্ষে অপমান করবার জন্য কৌশলে ব্যবহার করা হয়েছে। যে রাষ্ট্রীয় ক্ষমা তিনি পেয়েছেন তা তার জন্য কখনও সুনিশ্চিতভাবে নির্ধারিত ছিল না।
প্রেসিডেন্ট পদাধিকারী হয়ে পরিবার বা বন্ধুদের মধ্য থেকে অভিযুক্ত কাউকে ক্ষমা প্রদর্শনের নজির আমেরিকাতে এই প্রথম নয়। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তার সৎ ভাইকে মাদক মামলায় রাষ্ট্রীয় অনুকম্পা প্রদর্শন করেছিলেন। আবার ডোনাল্ড ট্রাম্প গত মেয়াদে নিজেও তার মেয়ের শ্বশুরকে কর ফাঁকির দায় থেকে অব্যাহতি দিয়েছিলেন।