পুলিশ
-
খনিতে আটকা শ্রমিক, রসদ বন্ধ পুলিশের, হস্তক্ষেপ আদালতের
দক্ষিণ আফ্রিকা একটি পরিত্যক্ত সোনার খনিতে আটকে আছে শতাধিক শ্রমিক। খনিটি মাটির আড়াই কিলোমিটার গভীরে অবস্থিত। অবৈধ তৎপরতার কথা উল্লেখ করে শ্রমিকদের রসদ সরবরাহ বন্ধ করে দিয়েছিল দক্ষিণ আফ্রিকার পুলিশ। দেশটির আদালতের হস্তক্ষেপে সিদ্ধান্ত বদলেছে সরকার। স্টিলফন্টেইন দক্ষিণ আফ্রিকার একটি শহর। সেখানকার একটি পরিত্যক্ত সোনার খনিতে অবৈধভাবে খননকার্য চালাতে প্রবেশ করে শতাধিক শ্রমিক। এই খনিটি…